[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনের শপথ ও সভা অনুষ্ঠিত

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ৯টা থেকে ১২টা পযন্ত উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র।এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমীর লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

এর আগে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে প্রচারিত অনুষ্ঠান কাপ্তাইয়ে সকলে উপভোগ করে। পরে কাপ্তাই শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিষয়ভিত্তিক গান এবং কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।