বরকলে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় বেসরকারি সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় বিদ্যালয় ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষীরাজ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বরকল উপজেলা পশ্চাৎপদ এলাকা হিসেবে পুষ্টি বিষয়ে জ্ঞান থাকা যেমনি জরুরি তেমনি কোন কোন খাবারে পুষ্টি রয়েছে তা চিহ্নিত করা জরুরি। তিনি বলেন, স্বাস্থ্যকে ভালো রাখতে গুণগত পুষ্টিকর খাবার গ্রহণ করার সুপরামর্শ দেন।
তিনি আরো বলেন, পৃথিবী বদলে গেছে তাই বর্তমান অবস্থাকে মূল্যায়ন করে সমাজকে আমূল পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।
সভাপতি বক্তব্য বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন, বরকল উপজেলায় লিন প্রকল্পের আওতায় জুম ফাউন্ডেশন পুষ্টি বিষয়ে জনসচেতনতায় যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, পুষ্টিকর খাবার উৎপদানে ৬৪টি জেলার মধ্যে রাঙ্গামাটি প্রথম স্থানে এবং পুষ্টিকর খাবার গ্রহণের মধ্যে জেলার ৬৩-৬৪ স্থানে রয়েছে বলে অভিমত প্রকাশ করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।
এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা,সহকারি শিক্ষক লালন বিকাশ চাকমা সহ বরকলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।