দীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচল
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনামিয়ার দোকানে পাশ দিয়ে হাচিনসনপুর পাড়ায় যাওয়ার ইট সলিং রাস্তাটি কবাখালী ছড়ায় ধীরে ধীরে ভাঙ্গনে বিলিন হয়ে গেছে। রাস্তাটি ভাঙ্গনের ফলে জনগণের যাতায়াতে অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয়রা সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে অর্ধশতাধিক পরিবার চলাচল করছে। সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রাইমারি, হাইস্কুল ও কলেজের পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ রিয়াদ হোসেন বলেন, এই রাস্তাটিই আমাদের স্কুলে যাওয়ার একমাত্র পথ। কিছুদিন আগে সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো ছিল বলে বড় দুর্ঘটনা হয়নি।
স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন বলেন, রাস্তাটি সংস্কার না করার কারনে ধীরে ধীরে নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে সাঁকো তৈরি করে কয়েকটি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। এ রাস্তাটি মেরামত হলে শতাধিক পরিবার উপকৃত হবে।
জাহানারা বেগম অভিযোগ করেন বলেন, আমরা বহুবার স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের জানিয়েছি। তারা এসে দেখে গেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু আজও কোনো কাজ হয়নি। আমাদের ছেলে-মেয়ে স্কুলে যেতে অনেক কষ্ট হয়।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, “আমি রাস্তাটির সমস্যার কথা জানি। সংস্কারের চেষ্টা চলছে, তবে বাজেট স্বল্পতা বড় বাঁধা। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করলে দ্রুত মেরামত করা সম্ভব হবে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন, আপনাদের মাধ্যমেই আমি বিষয়টি প্রথমবার জানলাম। যদিও রাস্তাটি আমাদের আইডিতে নেই, তবুও মানুষের ভোগান্তি কমাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।