রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়ায় স্থানীয় প্রভাবশালী কর্তৃক চার ব্যক্তির জায়গা বাজারের দাবি করে দখল করার অভিযোগ করা হয়েছে। সেই সাথে মিথ্যা মামলা দিয়ে মোঃ মজিবর রহমান (৮৪) কে জেলও খাটিয়েছে বলে দাবি করা হয়েছে। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন উক্ত ব্যক্তিদের কাছ থেকে জায়গা উদ্ধার করে তাদের নিজ বসতভিটায় থাকার ব্যবস্থা করে দিতে। শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় পার্বত্য সাংবাদিক ইউনিয়নের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অসহায় বয়োবৃদ্ধ মোঃ মজিবুর রহমান।
তিনি লিখিত অভিযোগে বলেন, বিগত ১৯৮২ সালে পরিবার পরিজন নিয়ে ভাইবোনছড়া এলাকায় বসবাস করছেন। তিনি ও তাঁর আরো তিন প্রতিবেশী অনিল চন্দ্র দাশ, পিতা হেমন্ত কুমর দাশ, মোঃ নাছের উদ্দিন, পিতা মাহফুজুল হক, মোঃ আলী লস্কও, পিতা মৃত আব্দুল মজিদ বিভিন্ন সময়ে স্থানীয় বাসিন্দা অজিত কুমার চাকমা এর কাছ থেকে জায়গা ক্রয় করে পরবর্তী জেলা প্রশাসনের কার্যালয় থেকে নাম পরিবর্তন করেন। মোঃ মজিবর রহমান বলেন, আমিও অজিত কুমার চাকমার কাছ থেকে ০,০৫শতক জায়গা ক্রয় করি এবং পরবর্তীতে নামও পরিবর্তন করেছি।
মোঃ মজিবর রহমান বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় থাকিয়া আমার এবং আমার প্রতিবেশীদের জায়গা বাজার ফান্ডের বলে প্রচার প্রাকাশ করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে দীর্ঘ দিন। পরে আমার বিরুদ্ধে ভাইবোনছড়া এলাকার জনৈক নাছির উদ্দিন, পিতা মৃত: মোস্তাফিজুর রহমান হয়রানিমুলক মামলা দায়ের করে। বাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করেছি বলেও মিথ্যা অভিযোগ রটানো হয়। তিনি বলেন, ভাইবোনছড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মূলত অবৈধ একটি পদ। যেহেতু উক্ত বাজারটি অবৈধভাবে গড়ে উঠেছে সেখানে বাজার কমিটি বা তাদের পদপদবীও অবৈধ। কোন ব্যবসায়ীর নিকট হতে আমি কোন টাকাই গ্রহন করিনি। কেননা ঐ বাজারটির জায়গা বাজার ফান্ডের নয় এবং স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে টাকা বা হাসিল নেওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মোঃ মজিবর রহমান তাঁর লিখিত অভিযোগে আরো বলেন, লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজারটি আদ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদেও বা বাজার ঢান্ড প্রশাসনেরও নয়। সুতরাং সেখানে বাজার ইজারা দেওয়া বা বাজার ফান্ডের জায়গা বলে যারা প্রচারনা চালাচ্ছে সেটি সম্পূর্ণ অবৈধ। বাজারেরনামে চাঁদা বা হাসিল উত্তোলনের বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। মূলত জায়গাটি আমি মজিবর রহমান সহ আরো তিন জনের অর্থাৎ নাছের উদ্দিন, আলী আহাম্মদ ও অনীল চন্দ্র দাশ এর জায়গা এখানে বিদ্যমান। সুতরাং আমাদের জায়গাতেই জোর পূর্বক বাজার বসে। আমি ও আমরা অসহায় বলে কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে আমাদের হয়রানি করে আসছে। এমন কি আমার বিরুদ্ধে মিথ্যা দুটি মামলা দিয়ে হয়রানি সহ জেল খাটাতেও বাধ্য করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ মজিবর রহমান অভিযোগে করে বলেন, যেহেতু বাজারের জায়গাটি জেলা পরিষদ বা বাজার ফান্ড এর নয়, সেহেতু বাজার ইজারা দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। মূলত অসাধু স্থানীয় ব্যক্তি নাছির পিতা মোস্তাফিজুর রহমান ও মোঃ আলী, পিতা- তমিজ উদ্দিন গং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি সহ আমাদের জায়গা জোরপূর্বক দখল করার একটি পাঁয়তারা করে আসছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকগনের মাধ্যমে সরকার, স্থানীয় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে, আমাদের জায়গা অসাধু ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করে সেখানে বসতভিটায় থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। অন্যথায় আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো। পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া আর কোন গত্যন্তর থাকবে না।