[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে ৮০টি পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন। মোট ১০০ বান্ডিল ঢেউটিন এবং প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব সহায়তা মূলত অগ্নিকাণ্ড, ঝড়, বন্যা ও কালবৈশাখীর মতো নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্র্নিমাণে সহায়ক হবে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন বলেন, এই মানবিক সহায়তা অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণে সহায়ক হবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করি এবং এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে. এম. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।