[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বাঘাইহাট জোনের ৬ ইষ্ট বেংগল পক্ষ থেকে সাজেক এলাকায় অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৭জুলাই) সকালে সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী জনসাধারনের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পে বাঘাইহাট জোন ৬ ইস্ট বেঙ্গলর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি নিদেশ দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এএমসি।

আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান বলেন, অসহায় দুস্থ রোগীদের আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।