কথা হইলো অসুরের দল বধ্ করিতে আমাগো সরকারকে কঠোর হইতে হইবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। এই শীতে কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে। কারেন্ট শীতে নাকি ব্যাটা কোভিট পোক্ত হইবে। এই বজ্জাতের হাড্ডি অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
দেশে জাতির পিতা বঙ্গবন্ধুরে লইয়া নতুন করিয়া শত্রুর দল বাড়িয়াছে। যে পিতা স্বাধীন মাতৃভুমি করিতে জীবনের আরাম আয়েশ ত্যাগ করিয়াছে। শত্রুর নিকট প্রাণ দিয়াছে হেই পিতার ভাস্কর্য লইয়া অধার্মিক, অজ্ঞানী, অ-বিবেচকরা বঙ্গবন্ধুর ভাস্কর্য্যরে উপর হামলা চালাইতেছে। সৃষ্টিকর্তার পর মানব সমাজে ভালো কাজের জইন্য, সভ্যতারে আগলাইয়া ধরনের জইন্য মানুষ বিভিন্ন স্মৃতি ধরিয়া রাখে আর হেই স্মৃতি শেষ করিতে অসুরের দল মানব সমাজে ঢুকিয়া পড়িয়াছে। কথা হইলো অসুরের দল বধ্ করিতে আমাগো সরকারকে কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
শেষমেষ তিন পার্বত্য জেলা পরিষদের মনোনিত পরিষদ নতুন করিয়া গঠন করা হইয়াছে। আওয়ামীলীগ দলের মনোনয় প্রার্থীগোর দৌড় ঝাঁপেরও অবসান ঘটিয়াছে। তিন পরিষদে চেয়ারমন মারমা জাতিগোষ্টি হওনের কারনে পাহাড়ে বৃহত জাতিগোষ্টি চাকমাগোর মনে হতাশা আর ক্ষোভ পুঁঞ্জিভুত হইতেছে। শহরের বিজ্ঞ জেঠারা কহিলো যা হইয়াছে তাহাতে একপেশেই হইয়াছে। যাউ¹া মেয়াদ উত্তির্ণ পরিষদ মেয়াদভুক্ত করিয়াছে, তয় অন্তত একজন চাকমা হইতে চেয়ারমন করিলে সুন্দর হইতো, চিন্তায় আছি…
আমাগো দেব মানব পুজ্য ধুতাঙ্গ সাধক কহিলেন, বৌদ্ধ ধর্ম লালন-পালনকারীদের উপর যারা অত্যাচার নিপীড়ণ করিতেছে তাইনেরা ধর্ম পালন না করিলেও অন্যেরে অত্যাচার না করুক। পার্বত্য চট্টগ্রামে মন্দির, মসজিদ, গীর্জা হইলে সমস্যা নাই কিন্তু তাইনের দ্ধারা বৌদ্ধ বিহার হইলে সমস্যা হইতেছে কেন। অধার্মিকতা বন্ধ করিলে প্রত্যেকের জীবনে সুঃখ শান্তি বিরাজ করিবে। কথা হইলো মানব সমাজ দুঃখ মুক্তির জইন্য ধর্মরে আঁকড়াইয়া ধরে আর রাজনৈতিক ছত্রছায়ায় অধার্মিক বহুতে এইসব ছাড়াইতে বেঁকিয়া বসে, চিন্তায় আছি…
হাসান জেটা কহিলো, বাঘাইছড়িতে বিমান হত্যার ঘটনা লইয়া শেষমেষ দুই ডজনের অধিক আসামী করিয়া মামলা করিয়াছে। এই হত্যা ঘটনা লইয়া বহুতেই তলে তলে ফুলিতছে। কথা হইলো এইভাবে চলিতে থাকিলে দিন যেইভাবে কঠিন হইয়া পড়িতেছে মামলার ঘানি টনিতে টানিতেও ভবিষ্যতে হ¹লকেই সর্বশান্ত হইতে হইবে, চিন্তায় আছি…
মংসি জেঠা কহিলো বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকার তুমব্রু পাহাড় এরাকা হইতে এককুটি টাকার মাদক ইয়াবাসহ শাহজাহানকে আটক করিয়াছে পুলিশ। এই পাহাড়ী জেলায় বড় বড় বহুত মাদক কারবারী রহিয়াছে সুযোগ বুঝিয়া বস্তার চালান করিতেছে। যা মনে হইতেছে এই পাআড়ে কারেন্ট জাল দিয়া ছাঁকিলেই মাদক কারবারী শয়তানের দলের অঙ্কুরও ধরা পড়িবে, চিন্তায় আছি…
সুশান্ত জেঠা কহিলো, বান্দরবানের রোয়াছড়িতে বিদ্যুতের নতুন লাইনের সংযোগ দিতে গিয়া এক শ্রমিক করুন আহত হইয়াছে। এই শ্রমিক জিয়াউল হক লাইন টিক করিয়া পিলার ছাড়িয়া আসিবার আগেই লাইন চালু করিয়া দিলে এই অভাগা বিদ্যুৎস্পৃষ্ট হইয়া শরীলের পঞ্চাশ শতাংশই নাকি পুড়িয়া গিয়াছে। যা মনে হইতেছে অজ্ঞতা আর গা-ফিলতির কারনে এই যুবকের প্রাণ লইয়া টানাটানি হইতেছে, চিন্তায় আছি…
পল্লব জেঠা কহিলো, পার্বত্য চট্টগ্রামে অত্যাচার নির্যাতন, ভুমি দখল, জোরপূর্বক উচ্ছেদ ঘটনায় আদিবাসীগোর মানবাধিকার পরিস্থিতি সুখকর নয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে তানের মানবাধিকার সঙগটন কাপেং ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এইসব কহিলো। কথা হইলো পার্বত্য চট্টগ্রাম লইয়া ভিতরে বাইরে যেই পরিস্থিতি চলিতেছে মনে হইতেছে অভিবাবকহীন হইয়া পড়িয়াছে। যে যারে পারে চুষিয়া, গিলিয়া খাইতেছে। খালি লুটপাট আর লুটপাট। হ¹লই মিলাইয়া গোটা পার্বত্য চট্টগ্রামই সুখে নাই, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন আস্তে আস্তে চুইংগামের মতন লম্বা হইতেছে। আমাগো আমামীলীগ এর কর্তা জেঠারেতো মেয়র পদে লড়াই করিতে ওস্তাদের দলের ফর্দ জমা দিয়াছে। তলে বলে নেতারা ফাইট করিতেছে চেয়ার দখলের জইন্য। লেদু কহিলো জনগনরে ল্যাং মারনের তালে থাকিলে পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। আছমকা নগরের জেঠা-জেঠিরে বুকে টানিয়া নির্বাচনী বৈতরণী পার হওনের সময় শেষ হইয়াছে। লেদু নাকি ভোটও দিবে আবার বাক্স পাহাড়া দিবে, ভোট চুরি করিলে নাকি খবর আছে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, বন্যপ্রানী সংরক্ষণ করিতে বন বিভাগ গেল সমবার আলোচনা সভা করিয়াছে। বন ধ্বংস, বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট, খাদ্য অভাব এইসব ঘটনায় বন্যপ্রাণীরা লোকালয়ে হামলা করিতে করিতে এখন হাতি-মানুষ দ্বন্ধ চলিতেছে। কথা হইলো এই দ্বন্ধ নিরসন করিতে হইলে বনজঙ্গল লইয়া হ¹ল ব্যবসা বন্ধ করিয়া দিতে হইবে। বনজঙ্গলের ভিতর যত্রতত্র আবাসস্থল বন্ধ করিতে হইবে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৩ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ