পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩
শান্তিতে নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু, ইনুস দাদু,. পত্রের শুরুতেই আমি পাহাড়-চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার-সালাম লইবেন। আশা করি মহান সৃষ্টি কর্তা লগে দেবদেবীর অশেষ কৃপায় ষড়যন্ত্রের বাংলাদেশের অন্তর্বুর্তি সরকারের প্রধান দায়িত্ব লইয়া বৈষুম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার আশায় দেড় ডজন কুঠির মানুষ অ-মানুষ লগে নানান স্বপ্ন লইয়া দিন যাপন করিতেছেন। আমিও তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক দাদু-দিদি লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপুরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুঁতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ ০৩ নম্বর চিঠিখানা লিখিয়াছি। দাদু’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা দাদু’র খোলা চিঠিখানা সময় দিয়া পড়িবেন, পাহাড় লইয়া ভালামন্দ ভাবিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া পাহাড় শাসনের বৈষুম্যহীন ব্যবস্থাপত্রও বানাইয়া আগাইবেন।
পরম শ্রদ্ধেয়, শান্তিতে নবুলজয়ী বিশ^নেতা অধিকারী দাদু’গো যতদিন ক্ষেমতায় অধিষ্ট থাকিবেন এই অভাগাও পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড়-সমতল হ¹ল কোনার চরম-নরম বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে এক খানা খোলাচিঠি লিখিব, নানান পরতের দাদু’গোর অপছায়ার দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে দুই নয়নেও ঝাপসা দেখিয়া পক্ষও অপক্ষে গড়াইয়াও যাইতেছে। পাহাড়েও নানান কিসিমের সাইন বোর্ড, আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্য, অপকর্মপথ্যের বিস্তারে টানা দৌঁড়াইতে যাইয়া বহুতেরে বন্দুকের নলায় ফটর ফটর করিয়া পরপারে পাঠাইয়াছে। পর্বতেও বহু কুস্তিগিরের মারপ্যাঁচে বহুতের জীবন সাঙ্গ হইতেই আছে। তয় ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস-ঢুঁস করিয়া ফুটায়। বিচার আচার না পাইয়া লাগাতার অত্যাচার হইতে বাঁচিতে বহুতে ভাগ্য বদলে বৈদ্য+স্ট্রলোজারগোর দুয়ারেও ধর্ণা মারিতেছে। দেখিতেছে, বলিতেছে, বলাইতেছে এই ঘ্যাঁরাকলে পুড়িয়া অসহায় দাদু-দিদিরাতো পিষ্ট। কপাল ফাটা-চাম ফাটারা বুক চাপড়াইয়া ধরফরাইয়া জানপরান হেই আছে হেই নাই অবুস্থা। তয় বাঁচিয়া থাকিবার তাগিদে করুনাময় সৃষ্টিকর্তার দরবারে আঁকুতিও জানাইতেছে। যাউ¹া, এইবার পর বার্তা লগে পরামর্শ হইলো….
দাদু’গো, দেশ-দশের পুরস্থিতিতো ধোঁয়াশাতেই পার হইতেছে। সুপার মলে আর গলির প্যাকেটঝোলা, ভ্যানগাড়ির চা দোকানে দাদু-দিদির দলের একই কিচ্চা কাহিনী নির্বাচন আপুনি সঠিক সমুয়ে করিতে পারিবেন কিনা। নানান পরদের কুইশানতো চলিতেছে, লগে যোগ হইতেছে পল্টিমারা দলের লম্বা লম্বা লেখচারে দেশের দাদু-দিদিগোর মনও ক্ষনে ক্ষনে ফ্যাকচারই হইতেছে। বিএনপি কাইল কহিলে জামায়াত কয় পরশু, এনসিপির সংস্কার লগে নিদ দিন যোগ হইতেছে ওমুকতমুকের দাবির হুংকার। নির্বাচুন লইয়া আমাগো নির্বাচুন কুমিশনেরও দায়সারা কথাবার্তায় নাকি দেশ-দশের ভাবুক দাদু-দিদিরাও মাথার চুল কচলাইতেছে। বিগত সরকারের নির্বাচন কমিশনারগোরে যেইভাবে কলার ধরিয়া টানিতেছে বর্তমানরাওতো দেখিতেছে তাইনেরাও কি ভাবিবেনা। পাহাড়ের এই পোড়াকপাইল্লাও ভাবিতেছে আগে স্থানীয় সরকার নির্বাচুন টেস্ট হইতে পারে, বিষয় খানা ভাবনের দরকার। দিন যতই ঘনাইতেছে হ¹লখানেই তুন্ডুলের নানরুটির মতন ঠেমা গজাইতেছে। ছাত্রনেতারাতো হুংকার মারিতেছে তালিমালি করিলে আমামীলীগের মতন শাস্তি পাইবে। তয় চেয়ার দখলের তালে মাতাল হইয়া বৈষুম্যবিরোধী আন্দোলনে ছাত্রগোর পিছনে নানান পরদের মসলা মারাওয়ালাগোর কিচ্চাকাহিনী ফাঁস হইবে বলিয়াই মনে হইতেছে। মোর্দাকথা সংস্কার, তিরস্কার, আবর্জনা যাই পুরিস্কার করেন হেইদিকেতো মন নাই, দেশ আর গনতন্ত্রের পুতি যদি সম্মান থাকিতো আমামীলীগের লুটেরাগোর অলিগলি অন্যেরা দখল করিয়া একই কায়দায় চলিতোনা। চিত্র যা হুনা যাইতেছে বৈষুম্যবিরোধী আন্দোলনের সফল পাওন যাইবেনা।
দাদুগো দেশে যেইভাবে মব চলিতেছে তার ইতি টানিতে না পারিলে ঘরে ঘরে পুতিপক্ষ দাঁড় হইয়া যাইবে। লুটেরা-পেশী শক্তির দল পুলিটিক্সরে নিজেগোর বাপ-দাদার সম্পত্তি বানাইয়া দেশের জ্ঞানীগুনিরাও পুলিটিক্স হইতে মূখ ফিরাইয়া নিতাছে। আমামীলীগের ১৬বছর আর বৈষুম্যবিরোধী ছাত্রগোর গেল এক বছর দেশে যা হইয়াছে-হইতেছে দেশ আর গণতন্ত্র বাঁচাইতে প্রজম্মরে হেই মুখী করা যাইবে কিনা চরম সন্দেহ রহিয়াছে। পুলিটিক্সের পুতিহিংসার মারপ্যাঁচে পড়িয়া বহুতেতো হাসপাতালও ছাড়িতে পারে নাই। আহুতরা ঠকিয়াছে বলিয়া উল্টো কামড়াকামড়ি শুরু করিয়াছে। দিনে দুপুরে মানুষ মারার দৃশ্য, দেশে যেইভাবে বর্বর ঘটনা ঘটিতেছে আদিমযুগরেও নাকি হার মানাইতেছে। আবার পুত্রিকায় সংবাদ হইতেছে বহুতে শরীলে গুলি লইয়া দিন যাপন করিতেছে। হেইসব না ভাবিয়া না দেখিয়া বহুতে স্বপ্ন দেখিতেছে ক্ষেমতার চেয়ার কখন পাইবে। নেতা বহুতেতো দেশের দাদু-দিদিগোরে যেইভাবে ভালবাসা দেখাইতেছে না জানি পরে পল্টি মারে কিনা, যাউ¹া হেই বার্তা, তয় দেশের খেটে খাওয়া দাদু-দিদিরা কিছুটা হইলেও স্বস্তিতে দিন কাটাইলেও এখুন বন্যায় বাজারে বাজারে আগুন ধরিতেছে।
শান্তিতে নোবুল জয়ী দাদুগো, আমাগো পাহাড়ের খোঁজখবরও ঠিক ঠিক লইবেন। হেইখানের পাহাড়ের পরদে পরদে শয়তানের দলও বহুত রহিয়াছে। খালি তেল মারা আর জ¦ালাও পোড়া বাঁধাইতে ওস্তাদ। বৈষুম্য লগে দূর্নীতিমুক্ত সাইনবোর্ড লাগাইলেও জাস্ট ম্যান দেখানোই বলিয়া মনে হইতেছে। যেইভাবে চলিতেছে প্রশাসনে বহুতের পকেট চরমভাবে ভারি হইতেছে। দহ দাদুর বার্তায় খাগড়াছুরি পাহাড়ে চেয়ারমন জিরুনা ত্রিপুরারেতো কাঁইত করিয়াছে হেই লইয়া ক্ষেপা বহুতে বগলের তলে বাঁশি ফুটাইতেছে। দাদুগো পাহাড়ের নানান কিচিমের চক্রান্তের দলবলের বহুত ডিরেক্টর, প্রডিউসর লগে এক্টরসগোর কাইজ কাম খালি ধান্ধা করণ আর গন্ডগোল লাগনের তালে। আগুন নিভিতে নিভিতে হুট করিয়া তেল মারিয়া দিলে আবারও ধাউ করিয়াই জ¦লিয়া উঠে। আমাগো শান্ত জেঠা কহিলো বান্দরবান পাহাড়ের শেষ সীমান্ত এলাকাগুলাইনের অসহায় দাদু-দিদিগোরে নানান পরদের তালে ফালাইয়া ধর্মান্তর বানাইতেছে আবার স্থল মাইনও ফুটিয়া হাত-পা উপড়াইতেছে। তয় লামা-আলিকদমে গেল দুই সপ্তাহের মইধ্যে আড়াইশ পুরিবার নাকি ধর্মান্তরিত হইয়া গিয়াছে। কথা হইলো ধর্মান্তরিত হইলেই যে ধার্মিক হইয়া যাইবে তার কি গ্যারান্টি রহিয়াছে। আমাগো বৈষম্যবিরোধী ছাত্র দাদুরাওতো হাসিনার মতন কহিলো পাহাড়পর্বত খ্রিস্টান দেশ বানানোর পাঁয়তারা চিরতরে বন্ধ করিয়া দিবে। তয় এইসব ষড়যন্ত্র বন্ধ করিতে কড়া ব্যবস্থা লইবেন।
দাদু’গো, পাহাড়ের ফাটাছেঁড়া সীমান্ত দিয়া কত্ত আকাম যে চলিতেছে তার পস্টতা ক্ষনে ক্ষনে চিত্র ফুটিয়া উঠিতেছে। ভারত হইতে হয় দাদু-দিদির দল পুশইন হইতেছে নয় বস্তায় বস্তায় বিড়ি-সিগারেটের কার্টন, এইসব আকামের লগে লোহালংকরও যে ইন হইতেছেনা তার গ্যারান্টি কি?। সীমান্ত চিত্র লইয়া আরো কি-কি হইতেছে তা পস্ট করণ দরকার। মাদার ডিস্ট্রিক্টের মামলা মোকদ্দমায় মার্কামারা এক উপুজিলার মাস্টার দাদু কহিলো লীগের চোর চাপটাগোর স্থান নাকি এখুন দলের গুলাইন দখলে যাইয়া হেইসব বিড়ি সিগারেটের কার্টন লইয়া দৌঁড়াইতেছে, যাউ¹া হেইসব। তয় দাদুগো, গেল বছর বৈষুম্যবিরোধী আন্দোলনের সমুয় ১৩জুলাই বান্দরবনে বৌদ্ধ ভিক্ষু সাধক ড.এফ দীপংকর মহাথেঁর হত্যার বিচার করনের দায়িত্ব কার? বিজ্ঞ দাদু-দিরিা কুইশান করিতেছে। পাহাড়ের ক্ষ্যাপা দাদুরা কহিলো এত্তএত্ত ধর্মীয় পুতিষ্ঠান, ধর্মীয় নেতা রহিয়াছে তয় অধর্মতো বন্ধ হয় নাই। ২০জুলাই মাদারডিস্ট্রিক্ট রাঙ্গামাটিতে গন্ডোগল লাগাইয়া কর্ণফুলী কলেজের ছাত্র অনিক দাদুরে পিটাইয়া হত্যা করনের ঘটনার বিচার-আচার পাহাড়ের দাদু-দিদিরাতো জানিতে চাহে। হেই দিন মসজিদ-মন্দিরে হামলা লগে গন্ডগোলের হোতাগোর চেহারাতো সিসিটিভিতে পস্ট পাওন যাইতো। পাহাড় অশান্তে দুই পরতের সাম্প্রদায়িকতাবাদের চাষীরাতো সুযোগ পাইলেই বীজ বিতরণ করিয়া বেড়ায়। দয়া করিয়া পাহাড় অশান্তের চাষিগোর হইতে হ¹লরে সাবধান করিতে আপুনার অন্তর্বতী সরকাররের বাকী দাদু-দিদিরাও কাজ চালাইয়া যাইবেন হেই আশা এই পোড়াকপাইল্লাও করিতেছে।
পরম শ্রদ্ধেয় দাদু, চাটগাঁ হইলো দেশের দুই নম্বর রাজধানী। দেশী বিদেশী ছোট বড় হ¹ল ডিজাইনের নৌযান বন্দরের ঘাটে নোঙর করিলে ভালা করিয়া তল্লাশী চালাইতে গুরিন্দাগোরে কড়া ওয়ার্ডার করিবেন লগে বিমান বন্দর বিয়োগ যাইবেনা। পন্য কামিং গোয়িংএ ঝামেলা লাগনের বহুত বান্দরের দলও ঘাঁটি মারিয়া থাকিতে পারে। নৌ আর বিমান বন্দর লইয়া পুত্রিকায়ও নানান কিচিমের তথ্যপত্য বিপদ বাড়াইয়া ছাড়িবে। তয় এসএসসি পরীক্ষায় দেশের দাদু-দিদিরা যেইভাবে গোল্লা মারিয়াছে চরম ভাবনার সাবজেক্ট হইয়া দাঁড়াইয়াছে। আপুনার শিক্ষা উপুদিষ্টারে মন্ত্রণালয় লগে শিক্ষাপুতিষ্ঠান লইয়া কড়াকড়ি হইতে আদেশ করিবেন। দেশের বিজ্ঞ ও ক্ষেপা দাদু-দিদিরা বৈষুম্যবিরোধী ছাত্র আন্দোলনের মইধ্যে শিক্ষা পুতিষ্ঠানে শিক্ষাগুরুগোর উপুর যেই অত্যাচার লগে অসম্মান চালাইয়াছিল এইডা কি হেইডার ফলাফল। আমাগো অভিভাবক দাদু-দিদিগোর মনেতো হেই ভয়ের কুইশান মাথায় ঘুরপাক খাইতেছে।
দাদু’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় ভালা-মন্দে আপুনার উপুদিষ্টাগোরে লইয়া দেশ পরিচালনা করিতে আন্তর্বুর্তী হাল ধরিয়াছেন। দেশ গেরামের দাদু-দিদিগোর একটাই ভরসা তাইনেরা আর লুটেরা রাজনৈতিক রাক্ষস খোক্ষসের পল্লায় উঠিতে চাহে না। তারমইধ্যে মানব সৃষ্ট অত্যাচার,নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। তয় মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার দেন। দাদু-গো জাতিরে কলঙ্কমুক্ত করিতে কঠিন উদ্যোগ লইবেন। তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকির লাইন ধরিয়াছে। আপুনার মতন বিজ্ঞ দাদুরে জ্ঞান দেওন আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কত্ঠুকুই বা কাইজ-কামে লাগিবে, কথা হইলো হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। আইজ আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপুনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। দাদু-রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৮ কুঠি দাদু-দিদির জইন্য, হ¹লের সুখ শান্তির জইন্য আর্শিবাদ, দোয়া থাকিল, হ¹লদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন, হ¹লরে ভালা রাখিবেন। আইজ এই পর্যন্ত…..
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ১৩জুলাই, ২০২৫ খ্রীঃ