দীঘিনালায় ট্রাফিক সেবায় যুব দল-ছাত্র দল-সেচ্ছাসেবক দল
॥ দিঘীনালা উপজেরা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালি বাজারের প্রতি শনিবার হাটের দিন হওয়াতে সেখানে যানজট দেখা যায়। তাই এর থেকে পথচারি ও গাড়ি চালকদের নিরাপদে যাতায়াত করতে ট্রাফিক সেবায় নেমেছে যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবক দল। শনিবার (১২জুন) সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এ সেচ্ছাসেবা দেওয়া হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে দীঘিনালা উপজেলায় টাফিক সেবায় যুবদল- ছাত্রদল-সেচ্ছাসেবকদল কাজ করছে বলে দরীয় সুত্রগুলো জানিয়েছে। বিশেষ করে গরুর বাজার, লারমা স্কোয়াড়ের মোড়ে যানজটের কারনে সাজেকগামী পর্যটকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। শনিবার সকালে দেখাযায় যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবকদলের সদস্যরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিয়ে পারাপার করে দিচ্ছে। সাজেকগামী পর্যটকরা বিএনপির এধরনের সেবা দেখে অত্যন্ত খুশি।
দীঘিনালা উপজেলায় যুবদলের আহবায়ক মোঃ মোতালেব হোসেন বলেন, দীঘিনালা উপজেলায় চট্টগ্রামে ২য় চাক্তাইখ্যাত পাইকারী বাজার বোয়ালখালীর নতুন বাজার শনিবার হাটের দিন প্রচুর যানজট সৃষ্টি হয়, বিশেষ করে সাজেকগামী পর্যটকরা বেশি সমস্যায় পড়ে। পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প অর্থনৈতি জোন হিসেবে প্রচুর সম্ভবনা রয়েছে, তাই আমরা সেচ্ছাসেবী হিসেবে বিএনপির যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ট্রাফিক সেবা দিচ্ছি। প্রতিশনিবার এই টাফিক সেবা অব্যহত থাকবে বলেও জানান।