সুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নানিয়ারচর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) রাঙ্গামাটি শহরের ৪র্থ শ্রেণী কর্মচারী ক্লাবে উত্তম কুমার দাশ-কে সভাপতি ও জেলা কমিটির সদস্য বিনয় কান্তি চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার।
কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি শ্রীপন চাকমা ও মোঃ ছানাউল্লাহ, সহ-সম্পাদক শংকর চাকমা, কোষাধ্যক্ষ জীতেন চাকমা, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রাপন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক সোহিনা চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী বিন সুলতান, দিবস উদযাপন বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন তালুকদার, কার্যকরী সদস্য- বিপিন দেওয়ান, তপন চাকমা, রেন্টি চাকমা, দীপন দেওয়ান, বিমল বিহারী চাকমা, কিনারাম চাকমা, সুপন চাকমা, সুমন রুদ্র, রতন খীসা, সুশীল চাকমা ও চিকু চাকমা।