[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেকা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে উপজেলা তামাক আইন বাস্তবায়ন টাস্কফোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন সুষ্ঠুভাবে প্রয়োগে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজন, এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা মেডিকেল অফিসার সৌরন্দ্র ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এ সময় রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজস্থলী সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, বিএপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুভেল, জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, সহ টাস্কফোর্স কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় হেডম্যান কার্বারী জনপ্রতিনিধিবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আরও কার্যকর ভূমিকা গ্রহণে একমত হয়েছেন। কর্মসূচির মাধ্যমে তামাকবিরোধী আইন জানতে ও প্রয়োগে সরকারি-সমাজসহ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।