[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাল্যবিবাহ আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাব: খাগড়াছড়ি জেলা প্রশাসক

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, অভ্যা মৌজার মৌজা প্রধান ললিত বিকাশ ত্রিপুরা এবং ইউপি সদস্য হারবি ত্রিপুরা।

জেলা প্রশাসক বলেন, “আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে এখনও অনেক জায়গায় বাল্যবিবাহ ঘটছে। এতে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, বিশেষ করে মাতৃত্বকালীন জটিলতা ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। এসময় জেলা প্রশাসক দিনব্যাপী মাটিরাঙ্গায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি দুপুরে আগুনে পুড়ে যাওয়া মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত এই ভবন উদ্বোধন শেষে বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে এতিমখানার সামনে বৃক্ষরোপণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল এবং বন্ধু জুনিয়র যুব ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন প্রমুখ।

পরে জেলা প্রশাসক মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে বসবাসরতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও একজন অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।