[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাস্থ দেবতাখুম পযর্টন কেন্দ্র বন্ধ ঘোষণা

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানে টানা বৃষ্টিপাতের কারেণে পাহাড় ধসের আশঙ্কা সহ পর্যটকদের ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৮ জুন) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পার্বত্য বান্দরবানে বৃষ্টিপাতের ফলে নদী, ছড়া, ঝিরি ও ঝর্ণার পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেওয়ায় রোয়াংছড়ি উপজেলার আকর্ষণীয় দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের চলাচল অত্যন্ত ঝ্ুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরপদ নয়। তার কারণে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটকদের বুধবার ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হল। এছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে যার যার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে দেবখুম পর্যটন কেন্দ্রে দুটি দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৫ তারিখের পরে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।