[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগাছড়ির রামগড়ে ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রমর অব্যাহত ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখেন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী, আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জনসাধারণের সেবা নিশ্চিত করতে রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন রামগড় সদর ও পাতাছড়া ইউনিয়নের দুইটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম সাধারণ রোগী সেবা, কিশোর- কিশোরী সেবা,পরিবার-পরিকল্পনা সেবা,প্রজনন সেবা প্রদান করা হয়েছে। বন্ধকালীন সময়ে ৫৩ জন সাধারণ রোগী, ৯ জন কিশোর-কিশোরী, ১৭ জনকে পরিবার পরিকল্পনা সেবা ও ৭ জনকে প্রজনন সেবা প্রদান করা হয় এবং এ সময় ২টি স্বাভাবিক প্রসব সম্পাদন করা হয়। ঈদুল আযহার ছুটির মধ্যে সেবা পেয়ে অনেকটাই খুশি উপজেলার সেবা গ্রহীতা মানুষ।

রামগড় সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বেগম বলেন, শরীর অনেক অসুস্থ, ভালোভাবে চলাফেরা করতে পারছিলাম না। সব জায়গায় ঈদের ছুটি, এর মধ্যে ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি চালু থাকায় চিকিৎসকের পরামর্শ নিয়েছি, আশা করি দ্রত সুস্থ হয়ে যাবো।

রামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর লায়লা নুর বলেন, এখানে রোগীদের চাপ রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। তাদেরকে সেবা দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. মোঃ ইমরুল হাসান বলেন, দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপজেলার ২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও প্রসব সেবাসহ জরুরী সেবা দেওয়া হইছে। ঈদুল আযহার ছুটির মধ্যে রোগীরা সেবা পেয়ে অনেক খুশি এবং আমরা নিজেরাও খুশি।