পারিবারিক কলহের জেরে বৃদ্ধর আত্নহত্যা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়িতে আনোয়ার হোসেন (৫৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর ডলু এলাকার নিজ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলজের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে ভোলায় দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি মানিকছড়িতে থাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে ভোলায় চলে যান। কদিন আগে ভোলা থেকে মানিকছড়িতে ফিরে আসেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত। এরই জের ধরে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
মানিকছড়ি থানার ওসি মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা হতে পারে বলে ধরণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।