[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় মাইনী নদীতে ভেসে যাওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মাইনীনদীতে লাকড়ি ধরতে নেমে নদীর স্রোতে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার ২৪ঘন্টা পর বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০মে) বিকালে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসে মাইনী নদীতে উদ্ধার কাজ শুরু করেন পরে শনিবার সকালে বাবুছড়া ইউনিয়ন থেকে ৩কিলোমিটার দুরে নোয়াপাড়া এলাকা থেকে তরিৎ চাকমার মৃত দেহ উদ্ধার করা হয়।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া বলেন, নিখোঁজ তরিৎ চাকমার মৃত দেহ ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা রুজূ করা হয়েছে। মৃতদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, ‘ঘটনার পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ২৪ঘন্টা মধ্যে নিখোঁজ তরিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করেছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা তরিৎ চাকমার বাড়িতে গিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা জন্য ২৫হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও দীঘিনালা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিখোঁজ তরিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ যে, গতরাত শুক্রবার (৩০মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা তরিৎ চাকমা (৫৫) মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর স্রোতে ভেসে যায়।