[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি জব্ধ করেছে কোটি টাকার বার্মিজ সিগারেটকাপ্তাই ন্যাশনাল পার্ক অনেক মনোমুগ্ধকর: বন সচিববৃষ্টি ও কাঁদাপানি মাড়িয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখে গেলেন রিজভীখাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধাররোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপকাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছেকাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে ঘুঘু পাখি উদ্ধারগৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত দিন আষাঢ়ী পূর্ণিমা
[/vc_column_text][/vc_column][/vc_row]

মূর্তি ভাংচুরের ঘটনা সাজানো দাবী করে লামায় ম্রো ও মার্মা সম্প্রদায়ের মানববন্ধন

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
আলীকদম ভরিমুখ আশ্রমের ভান্তে উ: উইচারা ভিক্ষু এর নেতৃত্বে লামা উপজেলা ২৮৫ নং সাঙ্গু মৌজার ম্যারাইনতং পাহাড়ে ম্রোদের জুম ভূমি জবর দখলের অপচেষ্টায় বৌদ্ধ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন সাঙ্গু মৌজার ম্রো ও মার্মা জনগোষ্ঠী। শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে লামা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন প্রতিবাদকারীরা।

মানববন্ধনে বক্তারা আলীকদম ম্যারাইনতং পাহাড়ে লামা উপজেলা সাঙ্গু মৌজার অংশে উ: উইচারা ভিক্ষু আলীকদম মৌজা হেডম্যান অংহ্লাচি মার্মা গং ম্রো জুমিয়াদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা বন্ধ করে সাংগু মৌজার হেডম্যানসহ সাধারণ জুমিয়াদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন থেকে দাবি জানান।

বক্তারা বলেন, ‘আমরা ম্রো’রা জুম করে দু’মুঠো ভাত খেয়ে সন্তানদের পড়ালেখা শিখানোর স্বপ্ন নিয়ে বেঁচে আছি। বর্তমানে ভূমিদস্যু উ:উইচারা ভান্তে গংয়ের নাটকীয় ঘটনায় মিথ্যা মামলার কারনে সেই স্বপ্ন ভেস্তে যাচ্ছে। ১৯৯২ সালে ভরিমুখ বিহারে বিহার অধ্যক্ষ উঃ উইচারা ভান্তের আবেদনের প্রেক্ষিতে মেরাইতং পাহাড়ে বুদ্ধ প্রতিবিম্ব, ভাবনা কেন্দ্র ও জাদী নির্মাণের জন্য মেরেঞ্জা পাহাড় বৌদ্ধ ধর্মীয় ধম্ম জাদী ও বিহারে নামে সাংগু মৌজা হতে পাঁচ একর জায়গা দান করা হয়।

বর্তমানে উ: উইচারা ভিক্ষু গং বানিজ্যিক উদ্দেশ্যে সেখানে প্রায় ৫০ একর জায়গা দখল করে রেখেছেন। ২৮৫নং সাংগু মৌজায় স্রো সম্প্রদায় দীর্ঘকাল ধরে দখলীয় জুমভূমি থেকে ম্রোদের উচ্ছেদ করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। ২১ মে উঃ উইচারা ভান্তে গং ষড়যন্ত্রমুলক বুদ্ধমূর্তি ভাঙার ইস্যু তৈরি করে ২২ মে আলীকদম থানায় মামলা করেন। ওই মামলায় সাঙ্গু মৌজা হেডম্যান চংপাত ম্রোসহ ১১ জন ম্রো মার্মা ও অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামী করা হয়। সাংগু মৌজার হেডম্যানসহ অন্যান্য ম্রো মার্মাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আসল ঘটনা উদঘাটন করে প্রকৃত অপরাধীর বিচার দাবি জানানো হয়। বক্তব্য দেন, সিংওয়াই ম্রো, মেনসোয়া ম্রো, জনবাহাদুর ত্রিপুরা, অংক্যয় মার্মা কারবারি, মাংদন ম্রো, লাংক্রুং ম্রো, প্রদীপ ম্রো, দীপন ম্রো ও পাক ম্রো।

এর আগে গতকাল (২৩ মে) সন্ধ্যায় সাংগু মৌজা হেডম্যান চংপাত ম্রো লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে, উ: উইচারা ভিক্ষু গংয়ের ভূমিদস্যুতা, মিথ্যাচারিতার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সরকারি মহলের কাছে বিচার দাবি করেছেন।