[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে বিএডিসি সার ডিলার নিবন্ধন পেতে সংবাদ সম্মেলন

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
কৃষক ও কৃষি উন্নয়নের লক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির সব উপজেলায় বিএডিসি সার ডিলার নিয়োগের দাবিতে ও জেলা বিএফ সভাপতি ও অন্যান্য সদস্য কর্তৃক বিএডিসি বিদ্যমান বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় মানিকছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএডিসি বীজ ডিলার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

বিএডিসি বিদ্যমান বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধন দিয়ে অবৈধ সার সিন্ডিকেট, একক কৃর্তৃত্ব, মনোপলি ব্যবস্থা রুখে দেয়ার দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএডিসি বীজ ডিলার কমিটি।

লিখিত বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, খাগড়াছড়ির সকল উপজেলার বিএডিসি বীজ ডিলারগণ সার ডিলার হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিএডিসির মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) বরাবর আবেদন করেন। এসব আবেদন আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা উপ-পরিচালক বরাবর প্রেরন করেন মহাব্যবস্থাপক। পরে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভায় এসব আবেদন উপস্থাপন করলে বিএফ সভাপতিসহ অন্যান্য সদস্যরা এই নিয়োগ বন্ধের জন্য চেষ্টা চালান। এতে সফল হয়নি তারা। পরে জেলা প্রশাসক এসব আবেদন স্ব স্ব উপজেলায় প্রয়োজনীয়তা এবং অধিকতর যাচাই-বাচাইয়ের জন্য প্রেরণ করলে মানিকছড়িতে যাচাই-বাছাই কমিটি বিএডিসির সার ডিলার প্রয়োজনীতা নেই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। অথচ পার্শবর্তি মাটিরাঙ্গা উপজেলায় প্রয়োজনীয়তা আছে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। তবে সেই সভায় বিএডিসির কোন সদস্যকে না রাখায় তারা কোনো মতামত প্রকাশ করতে পারিনি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

তাছাড়া অত্র উপজেলায় বিএডিসির কোনো ডিলার না থাকলেও এখানে ডিলারের প্রয়োজনীতা নেই বলে সিদ্ধান্ত হয়। তবে কাদের স্বার্থে বিএডিসির ডিলার নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানতে চেয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসককে অনুরোধ জানিয়ে বিএডিসির বীজ ডিলারদের আবেদন গুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অনুমোদন দেওয়ারও দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এসময় বিএডিসি বীজ ডিলার কমিটির অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।