দীঘিনালায় চালের বস্তায় ১৬ লিটার চোলাই মদ জব্দ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৭০ কেজি চালের বস্তায় ১৬লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা বাস স্টেশনে শান্তি কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর ০২টি চাউলের বস্তা পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় মদ জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্র জানায়, স্থানীয়দেও মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল চাউলের বস্তার ভিতরে তল্লাশি করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম সফিক। এতে দুই বস্তায় ৭০ কেজি চাল সাথে ৬৭টি ২৫০এমএল বোতলে মোট ১৬ লিটার চোলাই মদ জব্দ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে চাল ও মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।