[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার বিহার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড় সীমান্তে পুশইন ৫ ভারতীয় বাংলাদেশের কুড়িগ্রামের নাগরিক !

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রামগড় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে এ ৫ জনকে পুশইন করা হয়।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী মুল সড়কের পাশে সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ভারতীয় ৫ সদস্যের এই পরিবারকে আটক করে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে তাদের আটক দেখায়।

আটককৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

আটককৃত মোঃ উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। গতরাতে হাতচোখ বেঁধে তার পরিবার সহ আরো অনেককে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ।

রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন নাগরিক কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের নাগরিক বলে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বার এর সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে পুশ ইনকৃত বাংলাদেশী এই ৫ নাগরিককে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।