খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা, শিক্ষা, চিকিৎসা সেবায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম নয়মাইল এলাকার স্থানীয় ত্রিপুরা-চাকমা জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় ৪ই বেংগলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি নির্দেশনায় সারাদিনব্যাপি চিকিৎসা সহায়তা ক্যাম্পে ৩শতাধিক স্থানীয় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। এসময় নারী, শিশু, বয়স্ক ৩শতাধিক রোগীর নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
চিকিৎসা সহায়তা প্রদানকালে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, দীঘিনালা জোনের জোন অধিনায়কের নির্দেশমতে নয় মাইল ত্রিপুরা পাড়া এলাকায় স্থানীয় উপজাতি জনগোষ্ঠির মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে। দূর্গম এলকার জনগোষ্ঠিত সম্প্রদায়ের মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা অল্পতে রোগ দেখা দিলে চিকিৎসা নেয় না, মারাত্বক আকার ধারন করলে চিকিৎসা নিয়ে হাতপতালে আসে। দীঘিনালা জোনের পক্ষ থেকে দূর্গম এলাকার শিশু ও বয়স্কদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়ার জন্য ঔষধপত্র নিয়ে এসে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। উপজেলা বিশেষ বিশেষ দূর্গম এলকাতে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা অবহত থাকবে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, ‘দূর্গম এলাকার বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। তারা পরিশ্রম অনুযায়ী সুষম খাবার পায় না। যে কারণে বেশি ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। অভাবের কারণে নিয়োমিত চিকিৎসাও নিতে পারে না। তাছাড়া এ এলাকায় চিকিৎসা সেবা পাওয়াটা কষ্ট সাধ্যে, আমরা ইউনিয়নে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।