[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিলাইছড়িতে প্রতিকূল আবহাওয়ার কারণে বড়থলি ইউপি নির্বাচন স্থগিত

৫০

 

॥ পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ॥
আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে হেলি যোগাযোগ (আকাশপথ) ব্যর্থ হওয়ায় রাঙ্গামাটি জেলার ৪নং বড়থলি ইউনিয়নের দ্বিতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনী কেন্দ্রে পৌঁছতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল সম্ভব না হওয়ায় নির্বাচন পরিচালনাকারী অফিসারগণ নির্বাচনী কেন্দ্রে পৌঁছতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (১০ডিসেম্বর) নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

তিনি জানান, নির্বাচন স্থগিতের জন্য মৌখিক জানানো হয়েছে। নির্বাচন কমিশন হতে এখনও লিখিত সিদ্ধান্ত পাওয়া যাইনি। সিদ্ধান্ত আসলে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্বাচনী কর্মকর্তাগণ স্বস্ব কেন্দ্রে পৌঁছতে না পারায় নির্বাচন স্থগিত হয়েছে। কমিশন হতে পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হলে নির্বাচন অনুষ্ঠিত হবে।