[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকটরাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেনকাপ্তাইয়ে শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিলআধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী করতে হবেদীঘিনালায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠকলংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণরামগড় কৃষি অফিসের উদ্যোগে ফলজ চারা বিতরণলংগদুতে শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন এর বিদায় সংবর্ধনা
[/vc_column_text][/vc_column][/vc_row]

অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: দীঘিনালায় নতুন ইউএনও

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেছেন, বিশ্বাস করি সবার অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই এবং দীঘিনালা উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করা যায়। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় স্থানীয় গনমাাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দি ডেইলি অবজারভার দীঘিনালা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, দীঘিনালার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের সঠিক তথ্য জানলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় তিনি সমৃদ্ধ দীঘিনালা গড়ায় সকলের সহযোগীতা চান। পরে এক ইউএনও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।