[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকটরাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেনকাপ্তাইয়ে শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিলআধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী করতে হবেদীঘিনালায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠকলংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণরামগড় কৃষি অফিসের উদ্যোগে ফলজ চারা বিতরণলংগদুতে শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন এর বিদায় সংবর্ধনা
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাবেক ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগ

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নির্বাহী ক্ষমতাবলে আনাই মগিনীকে অস্থায়ী ভিত্তিতে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। আনাই মগিনী সাবেক ফুটবলার খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার রিপ্রু মগ ও আপ্রুমা মগিনীর মেয়ে।

আনাই মগিনী একসময়ের বাংলাদেশের ফুটবল প্রতিভা ছিলেন, যিনি ২০২১ সালে ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বিজয়ী গোল করে দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয়। কিন্তু দীর্ঘদিন অবহেলা এবং সুযোগ না পাওয়ার কারণে মাত্র ২১ বছর বয়সে তিনি ফুটবল ক্যারিয়ার শেষ করে নিজ শহর খাগড়াছড়িতে একটি ব্যবসায় মনোনিবেশ করেন। অনেক বছরের সংগ্রামের পরও জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় আনাই মগিনী এই সিদ্ধান্ত নেন। তার ছোট বোন আনুচিং মগিনীর ভাষ্য অনুযায়ী, বারবার অবহেলা ও অনুপস্থিতির কারণে আনাই ফুটবলকে বিদায় জানিয়েছেন।

খাগড়াছড়ির নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই যমজ বোনেরা তাঁদের ফুটবল প্রতিভার মাধ্যমে সমাজে নারী সংগ্রামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। আনাই মগিনীর ফুটবল ক্যারিয়ার শেষ হলেও তার পরিশ্রম এবং সাহসিকতা নতুন পথ তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হবে বলে পরিবার ও শুভাকাঙ্খীরা আশা করছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা জানিয়েছেন, আনাই মগিনীর এই নিয়োগ মূলত তার অবদানের স্বীকৃতি ও পরবর্তী জীবনে সহায়তার উদ্দেশ্যে দেয়া হয়েছে। শনিবার (১৭মে) দুপুরে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মাস্রাথোয়াই মারমা উপস্থিত ছিলেন। তিনি প্রতি মাসে ১০,০০০/- (দশ হাজার) সম্মানী পাবেন। নিয়োগপত্র হাতে পেয়ে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে তার নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে যে, পার্বত্য জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে এবং নিয়োগপ্রাপ্তকে আগামী ৩০ মে ২০২৫ তারিখের মধ্যে কাজে যোগদান করতে হবে। যোগদানকালে অবশ্যই সকল শিক্ষাগত ও পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। মিথ্যা তথ্য পেলে নিয়োগ বাতিল করা হবে। নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী এবং পার্বত্য জেলা পরিষদ যেকোন সময় বাতিল করার অধিকার সংরক্ষণ করে।