[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের আলীকদমে রোহিঙ্গাদের ভোটার জালিয়াতিতে জনপ্রতিনিধি জড়িতবিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় সাম্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছেঅপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে হবে কৃষি কাজেরাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিন বোট প্রদানকিছু উগ্র দলের মানুষ পাহাড়ে দাঙ্গা বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেবান্দরবানের রোয়াংছড়িতে কৃষিকদের পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভাখাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১খাগড়াছড়ির দীঘিনালায় নদী ভাঙ্গনে ঝুঁকিতে অন্তত ৪০ পরিবাররাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্ধ
[/vc_column_text][/vc_column][/vc_row]

অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে হবে কৃষি কাজে

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (‎১৫ই মে) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক, ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ মনিরুল ইসলাম। ‎উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম রাঙ্গামাটি,কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, জামাত ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হেডম্যান ও উপজেলা বিএনপির সভানেত্রী প্রেমা তালুকদার প্রমুখ। এছাড়াও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিতি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।

সভায় ‎প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন ও কৃষকদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন। উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া।
‎উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।