[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিন বোট প্রদানকিছু উগ্র দলের মানুষ পাহাড়ে দাঙ্গা বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেবান্দরবানের রোয়াংছড়িতে কৃষিকদের পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভাখাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১খাগড়াছড়ির দীঘিনালায় নদী ভাঙ্গনে ঝুঁকিতে অন্তত ৪০ পরিবাররাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্ধরাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যুরাঙ্গামাটির রাজস্থলীতে সার্ভার জটিলতায় ‘ভি ডব্লিউবি’র আবেদনে চরম ভোগান্তিরাঙ্গামাটির রাজস্থলীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রোয়াংছড়িতে কৃষিকদের পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনের প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ২৫) ই সকাল সারে ১১ টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক সঞ্চালনায় বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এস শাহ্ নেয়াজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ি ডিএই, ক্রপস উইং অতিরিক্ত পরিচালক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহামদ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রাম সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজউদিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার।

এসময়ের প্রধান অতিথি মোঃ মনিরুল ইসলাম বলেন গ্যাপ এর আওতাধীন কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদেরকে মাঠ পর্যায়ে শিখানো হয়েছেন। কৃষক মাঠ স্কুলের দ¦ায়িত্ব রয়েছেন উপ সহাকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা যে যার ব্লক অনুযায়ী কৃষকদের কৃষি কাজের শিখানোর জন্য রয়েছেন। বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে উসাহিত করতে হবে। তরুণরা পারবে নতুন বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাকে সরকারি সহযোগীতা দিয়ে উন্নত মানের কৃষি কাজের জাগিয়ে তুলতে হবে। কোন মৌসুমের কোন ফসল উৎদপাদন করতে হয় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন।
তরুণ প্রজন্ম পাগলাছড়া কৃষক কালিসেন তঞ্চঙ্গ্যা বলেন আমরা কৃষি মাঠ স্কুল থেকে শিখেছি। কিভাবে ফসলের ফোড়ামণ ফাত দিতে হয়। আমাদেরকে দ্বায়িতরত উপসহকারি কর্মকর্তা নুসিং মারমা সরাসরি মাঠে গিয়ে হাতে নাতে কৃষি কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছেন। আরো বিজয় পাড়া তরুণ কৃষক সোআনা তঞ্চঙ্গ্যা বলেন আমি এ বছরের হাইব্রিড পেঁেপ ৬’শ চারা রোপন করেছি।
এসময়ে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা, ওর্য়াল্ড ভিশন এরিয়া ম্যানেজার উসাইম্যা মারমা, গ্রাউস এনজিও ক্রিয়া প্রকল্পের ব্যবস্থাপক মংবাথুই মারমা বিভিন্ন সরকারি কর্মর্কতা-কর্মচারী ও ১’শ জনের কৃষি মাঠ স্কুলের কৃষকসহ প্রমুখ।