রাঙ্গামাটির লংগদুতে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস২০২৫ এবং মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯মে) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় রেড ক্রিসেন্টের উপজেলা (ভারপ্রাপ্ত) দলনেতা আবির চাকমার সভাপতিত্বে এবং রেশমা আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।
প্রধান অতিথি বলেন রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত, তিনি আরো বলেন দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও মানবাধিকার রক্ষায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মুছা তালুকদার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ওসমান গনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাহ আলম মুরাদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আলোচনা শেষে পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।