আলীকদমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (০৭ মে, ২০২৫) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম উপজেলা কৃষি অফিসার সোহেল রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন, ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন এবং ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রো। এছাড়াও সভায় জামায়াতে ইসলামী আলীকদম উপজেলার আমির জনাব মাশুক এলাহিও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কৃষির উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কৃষি অফিসার সোহেল রানা প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ ও আলোচনা সভা আলীকদম উপজেলার কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।