খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধন
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ি জেলার গুইমারায় পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় শহীদ লে. মুশকিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী চক্ষু শিবির ও সাধারণ চিকিৎসা সেবা ক্যাম্প।
এ কার্যক্রমের মাধ্যমে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সাধারণ চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবার এই উদ্যোগে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা এবং অন্যান্য সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে গতিশীল করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এই আয়োজন শুধু চিকিৎসা সেবা নয়, বরং এটি পাহাড় ও সমতলের মানুষের মাঝে সৌহার্দ্য ও আস্থার সেতুবন্ধন নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।