বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (৭ মে ২০২৫) বিকাল ২.০০ ঘটিকায় সময়ের রোয়াংছড়ি উসারা লাইব্রেরী সামনে বান্দরবান সরকারি কলেজ শিক্ষার্থীর চসিংথোয়াই মারমা সঞ্চালনায় চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থী মনিলাল তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে রোয়াংছড়ি প্রধান সড়কের বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে রোয়াংছড়ি বাজারে প্রদক্ষিণ করে লাইব্রেরী প্রাঙ্গণে শেষ হয়ে পথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে প্রতিবাদ সমাবেশের বক্তরা ছিলেন বান্দরবান বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা, জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নুম্যাশৈ মারমা, খেয়াং সম্প্রদায়ের প্রতিনিধি শ্রীজন খেয়াং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখা’র সভাপতি হ্লামংচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখা’র সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা কমিটি’র সভানেত্রী উলিসিং মারমা, রোয়াংছড়ি সাধারণ সচেতন জনতা মংয়ইচিং মারমা। বক্তরা বলেন ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির না হলে পাহাড়ে কঠোর প্রতিবাদ সমাবেশ করানো হবে। এসময়ের উপস্থিত ছিলেন শতাধিক রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজ ও অভিভাবকসহ প্রমুখ।