[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনরামগড়ে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ৭দিন পর বন্ধ করা হল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালা

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবনের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। তবে এ কাজের সাথে জড়িত ঐ ব্যবসায়ীকে আটক করা যায়নি। বুধবার (৭ মে) মোবাইল কোর্ট পরিচালনা কওে এসব জালিয়াতির অভিযোগে একটি ফটোকপি ও প্রিন্টিং এর দোকান সিলগালা করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ হাসেম, পিতা আব্দুল লতিফ নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়। তবে এ অভিযানের সময় মূল অভিযুক্ত মোঃ হাসেমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মূল আসামিকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। তবে, দোকানে উপস্থিত মোঃ হোসেন, পিতা আব্দুল লতিফকে অপরাধের মাত্রা বিবেচনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২২৫ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।