[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালা

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবনের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। তবে এ কাজের সাথে জড়িত ঐ ব্যবসায়ীকে আটক করা যায়নি। বুধবার (৭ মে) মোবাইল কোর্ট পরিচালনা কওে এসব জালিয়াতির অভিযোগে একটি ফটোকপি ও প্রিন্টিং এর দোকান সিলগালা করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ হাসেম, পিতা আব্দুল লতিফ নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়। তবে এ অভিযানের সময় মূল অভিযুক্ত মোঃ হাসেমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মূল আসামিকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। তবে, দোকানে উপস্থিত মোঃ হোসেন, পিতা আব্দুল লতিফকে অপরাধের মাত্রা বিবেচনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২২৫ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।