বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মা এর ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (৪মে) সকালে পৌরসভা বালাঘাটায় ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মার স্মরণ ও তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
দিন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ঘরোয়া ভাবে আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতারা। এ সময় ১ মিনিট নীরবতা পালন করে সংগঠনের জন্য নিজের জীবন উৎসর্গকারী আত্মত্যাগী নেতার স্মৃতি চারণ করে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরোয়া পরিবেশে আলোচনা সভা করেন।
এসময় ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সভাপতি উবামং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রুমং মারমা। এছাড়াও ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সুবীর চাকমা, ছাত্র নেতা কেন্দ্রীয় কমিটি খুকু মনি চাকমা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটি হিমেল তংচঙ্গ্যাসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছিল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে। তিনি পাহাড়ের অধিকারহারা মানুষের অধিকার আদায়ে ইউপিডিএফ গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা করেছিল। পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠাতার মাধ্যমে পাহাড়কে অসাম্প্রদায়িক শান্তির নিবাস গড়াই ছিল তার লক্ষ্য। অভিলম্বে পাহাড়ে খুন থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ডমুলক ইউপিডিএফকে নিষিদ্ধ করাসহ তপন জ্যোতি বর্মাসহ নেতাকর্মী হত্যাকারী দেশদ্রোহী প্রসীত খীসাসহ তার পালিত সন্ত্রাসীদের ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে রাঙ্গমাটির নানিয়ারচরে এমএন লারমা সমর্থিত জেএসএস সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে বেতছড়ির ফরেস্ট এলাকায় প্রতিপক্ষের এলোপাথাড়ি ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা তপন জ্যোতি বর্মাসহ দুই সংগঠনের ৫ জন নেতা নিহত হয়।