[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলীকদম উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকাল ৪ ঘটিকার সময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলীকদমে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী টি চৌমুহনী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে আলীকদম প্রেসক্লাবের সামনে পথসভা মিলত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলীকদম উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছুরুত আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুরুল আফছার ছোটন,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর,সেচ্চাসেবক দলের সদস্য সচিব সন্তুষ কান্তি দাস,কৃষক দলের সদস্য সচিব মোঃ আব্দু শুক্কুর এবং সদর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ। মহিলা দলের সেক্রেটারি রেহেনা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন যুব দলের সাবেক সাংগঠনিক যুবনেতা মোঃ মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল সভাপতি সরুয়ার জাহান এবং বান্দরবান কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন।

বক্তারা বলেন, “শ্রমিকরা নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু তারা এখনও ন্যায্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত।” তারা আরও বলেন, “বিশ্বব্যাপী আর্থসামাজিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ত্যাগ ও অবদান অনস্বীকার্য। তাই দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে। শ্রমিক শ্রেণির ন্যায্য মজুরি, কর্মঘণ্টা হ্রাস ও মর্যাদার স্বীকৃতি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা ও সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।

প্রসঙ্গত, দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। এই ঘটনাকে স্মরণ করেই বিশ্বব্যাপী ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।