খাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) সকালে র্যালি কার্যক্রম শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এসময় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, শ্রমিক-মালিক ঐক্য হউক, নতুন বাংলাদেশের অঙ্গীকার। এমন একটি প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, শ্রমিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।