খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, খাগড়াছড়ি তাঁত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া, মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন, প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও অনুষ্ঠানে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, সাধারণ সম্পাদক মোঃ ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সঞ্জয়, শ্রমিক নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।
শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।