[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি মেলাবান্দরবানের রুমা উপজেলায় শুরু তিন দিনব্যাপী ভুমি মেলাআলীকদমে বুদ্ধ জাদী রক্ষায় জেলা প্রশাসককে স্মারকলিপি সহ আইনি পদক্ষেপের দাবিকাপ্তাই উপজেলায় ভূমি মেলা উদ্বোধনকথা হইলো তাঁগোরে যেখানে ইন করা হইয়াছে হেইখানের দালালের খপ্পরে পড়িয়া আউট হইতেছে, চিন্তায় আছি….পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য স্থায়ী প্রকল্প চাইমূর্তি ভাংচুরের ঘটনা সাজানো দাবী করে লামায় ম্রো ও মার্মা সম্প্রদায়ের মানববন্ধনখাগাড়ছড়ির দীঘিনালায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২খাগড়াছড়িতে ১৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট সহ দুই সহোদর আটকখাগড়াছড়িতে বিএডিসি সার ডিলার নিবন্ধন পেতে সংবাদ সম্মেলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত

১০

॥ মনু মারমা ॥
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৬এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়াস্থ রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে একটি পিকআপ চাপা এর সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন নিহত ও ১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যায়।

এদিকে সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত ও ১জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।