“বৈসু” উপলক্ষে খাগড়াছড়িতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোট গাছবান পাড়ায় ‘তরুণ তরুণী ক্লাব ও ছোট গাছবান বৈসু উদযাপন কমিটি’র আয়োজনে এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সহযোগিতায় বৈসু উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিকালে ছোট গাছবান পাড়ার কৃপা রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্থানীয় জনগণের সমস্যাবলী ও দাবিদাওয়া সম্পর্কে জানতে চাইলে নারী, পুরুষ ও যুব প্রতিনিধি যথাক্রমে তাদের দাবি তুলে ধরেন। চেয়ারম্যান এসব দাবি গুরুত্বসহকারে শুনে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈসু উদযাপন কমিটির আহবায়ক খগেশ্বর ত্রিপুরা রনজিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, খাগড়াছড়ি ত্রিপুরা চাকুরিজীবী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিমল জ্যোতি ত্রিপুরা ও সভাপতি অলেন কান্তি ত্রিপুরা, দৈনিক জনবাণী পত্রিকার সিএইচটি ব্যুরো চীফ ত্রিপন জয় ত্রিপুরা, দীঘিনালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তুলসী মোহন ত্রিপুরা এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মধুসূদন ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় যুব প্রতিনিধি প্রীতি বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ফলেন ময় ত্রিপুরা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণ তরুণী ক্লাবের সভাপতি ও শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা (অনিল)।
আলোচনা সভা শেষে অতিথিদের হাত দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।