খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুনসহ ঊনিশ টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বা বস্তার ব্যাবহার নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার (২১এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময়, পণ্যে পাট জাত মোড়ক বাধ্যতামুলক ব্যাবহার আইন ২০১০(১৪) ধারা মোতাবেক মামুন স্টোর, মেসার্স হাসান স্টোর, সফিক স্টোর, সোহাগ খাদ্য ভান্ডার, রব মেজর অটো রাইচ মিল কে ১হাজার করে এবং মেসার্স তানিয়া স্টোর কে ৫শত টাকা সহ মোট ৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, পলিথিনের ব্যাবহার পরিহার করে স্বাস্থ্য সম্মত পঁচনশীল পাটজাত মোকড় ব্যবহার করতে সকল ব্যাবসায়ীর প্রতি আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস ও বাজার পরিচালানা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।