[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলের বিঝু মেলায় সবচেয়ে জনপ্রিয় খাবার পাজন তরকারি। প্রায় ১০১পদ দিয়ে রান্না করা হয় জনপ্রিয় সুস্বাদু পাঁজন। পাঁজনের মধ্যে দেয়া হয় পাহাড়ের বিনাচাষে উৎপাদিত নানা জাতের শাক সবজি, কাঁচা কাঁঠাল, বাঁশকরুল, তারা, শিমুল তুলার শুকনো ফুল, শুকানো মূলা, পাহাড়ের বিভিন্ন ধরনের কচু, পাহাড়ের বিভিন্ন আলু প্রভৃতি। পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদে সামাজিক উৎসবে বৈসু- সাংগ্রাই- চাংক্রান- বিঝু-বিহু-বিহু -পাতা অনুষ্ঠানে পাজন তরকারি প্রত্যকের ঘরে ঘরে রান্না করা হয়।

বিঝু মেলাতে এসে জয়া চাকমা বলেন, বিঝু মেলাতে আসলে বন্ধুরা মিলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা হয় দেখার জন্য আসছি। খেলাধূলার মধ্যে কড়ি খেলা, ভাংগুড়ি খেলা, হাডুডু খেলা, লুডু খেলা, রশি টানাটানি খেলাসহ নানা ধরনে গ্রাম্য খেলা অনুষ্ঠিত হয়। পাহাড়ের ঐতিয্যবাহী জনপ্রিয় খাবার পাজন তরকারি বন্ধু-বান্ধবরা মিলে খেতেও আসছি।

বিঝু মেলায় এসে পাজন খেয়ে সাংবাদিক মোঃ সোহনুর রহমান বলেন, পাহাড়ের নানা সবজি দিয়ে তৈরি করা সুস্বাদু পাজন আমি খেতে পছন্দ করি। বিঝু, বৈশাখ বা বৈসাবি যাই বলি মেলাতে পাজন অন্যতম একটি জনপ্রিয় খাবার। প্রতি বছর বন্ধ-ুবান্ধবসহ পরিবারের লোকজনেরা মিলে মেলায় এসে এই সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে থাকি। পাহাড়ি বাঙ্গালি সকল সম্প্রদায়ের কাছে পাজন খুবই প্রিয়। মেলায় আসলে সবাই পাজনের স্বাদ না নিয়ে যায় না। বিঝু মেলাতে পাজন বিক্রয় উদ্যোক্তা অনুশী চাকমা বলেন, পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠি পাজন প্রচীনকাল থেকে খেয়ে আসছে। পাহাড়ি সম্প্রদায়ের পাশাপাশি বাঙ্গালি সম্প্রদায়ের মাঝে পাজন তরকারি খুবই জনপ্রিয়। মেলাতে পাঁজন সবচেয়ে বেশি বেঁচা হয়। মুরব্বিরা বলেন, পাঁজন খেলে শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়।