[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলের বিঝু মেলায় সবচেয়ে জনপ্রিয় খাবার পাজন তরকারি। প্রায় ১০১পদ দিয়ে রান্না করা হয় জনপ্রিয় সুস্বাদু পাঁজন। পাঁজনের মধ্যে দেয়া হয় পাহাড়ের বিনাচাষে উৎপাদিত নানা জাতের শাক সবজি, কাঁচা কাঁঠাল, বাঁশকরুল, তারা, শিমুল তুলার শুকনো ফুল, শুকানো মূলা, পাহাড়ের বিভিন্ন ধরনের কচু, পাহাড়ের বিভিন্ন আলু প্রভৃতি। পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদে সামাজিক উৎসবে বৈসু- সাংগ্রাই- চাংক্রান- বিঝু-বিহু-বিহু -পাতা অনুষ্ঠানে পাজন তরকারি প্রত্যকের ঘরে ঘরে রান্না করা হয়।

বিঝু মেলাতে এসে জয়া চাকমা বলেন, বিঝু মেলাতে আসলে বন্ধুরা মিলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা হয় দেখার জন্য আসছি। খেলাধূলার মধ্যে কড়ি খেলা, ভাংগুড়ি খেলা, হাডুডু খেলা, লুডু খেলা, রশি টানাটানি খেলাসহ নানা ধরনে গ্রাম্য খেলা অনুষ্ঠিত হয়। পাহাড়ের ঐতিয্যবাহী জনপ্রিয় খাবার পাজন তরকারি বন্ধু-বান্ধবরা মিলে খেতেও আসছি।

বিঝু মেলায় এসে পাজন খেয়ে সাংবাদিক মোঃ সোহনুর রহমান বলেন, পাহাড়ের নানা সবজি দিয়ে তৈরি করা সুস্বাদু পাজন আমি খেতে পছন্দ করি। বিঝু, বৈশাখ বা বৈসাবি যাই বলি মেলাতে পাজন অন্যতম একটি জনপ্রিয় খাবার। প্রতি বছর বন্ধ-ুবান্ধবসহ পরিবারের লোকজনেরা মিলে মেলায় এসে এই সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে থাকি। পাহাড়ি বাঙ্গালি সকল সম্প্রদায়ের কাছে পাজন খুবই প্রিয়। মেলায় আসলে সবাই পাজনের স্বাদ না নিয়ে যায় না। বিঝু মেলাতে পাজন বিক্রয় উদ্যোক্তা অনুশী চাকমা বলেন, পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠি পাজন প্রচীনকাল থেকে খেয়ে আসছে। পাহাড়ি সম্প্রদায়ের পাশাপাশি বাঙ্গালি সম্প্রদায়ের মাঝে পাজন তরকারি খুবই জনপ্রিয়। মেলাতে পাঁজন সবচেয়ে বেশি বেঁচা হয়। মুরব্বিরা বলেন, পাঁজন খেলে শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়।