॥ নিজস্ব প্রতিবেদক ॥
স্থানীয় কিছু ব্যবসায়ী বিভিন্ন সময়ে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ব্যবসাকে পুঁজি করে গরুর মাংসের ব্যবসা করে যাচ্ছে। লেকার্স পাবলিক স্কুল গেটটি যেন তাদের জন্য গরুর হাট বা মাংস ব্যবসার স্থান। এসব কারনে স্থানীয় এবং স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষের চলাচলে চরম বিগ্ন ঘটিয়েই চলেছে। লেকার্স স্কুল কর্তৃপক্ষ এবং পৌরসভা এর কোন ব্যবস্থা না নেওয়ায় গরু ব্যবসায়ীরা স্থানটি ইচ্ছে হলেই নিজের দখলে নিচ্ছে।
এদিকে বুধবার (২৬মার্চ) দুপুর থেকে এক ব্যবসায়ী হঠাৎ করে বড় ছোট ও মাঝারি মিলে ২টি মোষ এবং ২টি গরু লেকার্স স্কুল গেট এর উভয় পাশ্বের পিলারে বেঁধে রেখেছে। এতে করে সাধারণ মানুষ সহ আলম ডক ইয়ার্ড আবাসিক এলাকার জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি দেখা যায়। স্কুল ও প্রাইভেট পড়ুয়া ছাত্র ছাত্রীদের চলাচলে তারা একদিকে গরু ও মোষের ভয়ে অন্যদিকে উৎসুক মানুষের ভীরে চলাচল করতে অস্বস্থীতে পড়তে দেখা যায়। উৎসুক মানুষ এবং মাংস ক্রেতারা এসব দেখেও যেন তারা তাদের মতোই করে চলছে। গরু-মোষগুলি মানুষ দেখলেই তেড়ে আসে। স্কুল গেইট দিয়ে নারী পুরুষ চলাফেরা করতে সমস্যা দেখে গরু-মোষগুলি অন্যত্র সরিয়েও নিয়ে যায় নি।
স্থানীয় কিছু ব্যক্তি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, মাংস ব্যবসায়ীরা এসব গরু-মোষ জবাই করে গেটের পাশ্বে বসে বিক্রি করবেন। প্রায় সময়ই এ ধরনের কাজ করলেও লেকার্স স্কুল কর্তৃপক্ষ বা পৌরসভা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না ফলে গরুর মাংস বিক্রেতারা যেন স্থানটি পেয়েই বসেছে। স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী সহ বিশেষ করে স্কুল ও প্রাইভেট পড়ুয়া ছাত্র ছাত্রীরা এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে লেকার্স স্কুল কর্তৃপক্ষ এবং পৌরসভার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।