[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ অনুষ্ঠিত

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫মার্চ) সকালে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদের সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফখরুল ইসলাম , উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার খাগড়াছড়ি হাজী মোঃ মোস্তফা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা “ অপারেশন সার্চলাইট “ এর নামে ঘুমন্ত ও নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের যে নৃশংসতম হত্যাকান্ডের যে ঘটনা ঘটিয়েছিল সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ সহ সারা দেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাঁদের আত্নদানের পথ ধরেই দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা ও স্বাধীনতা। এছাড়াও অতিথিবৃন্দ জুলাই-২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।