মানিকছড়িতে পিতা কতৃর্ক জমজ শিশু ধর্ষণ, ধর্ষক আটক
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলাধীন গুচ্ছগ্রাম এলাকার মোঃ নুর আলম ওরফে আলম (৪৯) কর্তৃক জমজ মাতৃহীন দুই শিশু কন্যা ধর্ষণের স্বীকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল (৫ ডিসেম্বর) রাতে ধর্ষিতাদের নানী বাদি হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষককে আটক করেছে বলে থানা সুত্র জানিয়েছে ।
জানা যায়, গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতেও লম্পট পিতা কতৃর্ক মা হারা জমজ দুই বোন ধষর্ণের শিকার হয়েছে। ফলে ঘটনাটি ধর্ষিত দুই বোন নানী মোছাঃ ফাতেমা আক্তার (৫৫)কে জানালে বিষয়টি জানাজানি হয়। জানাজানির এক পর্যায়ে বিষয়টি নিয়ে থানায় আসেন ধর্ষিতাদের নানী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অফিসার ইনচার্জ ঘটনার সসম্পর্কে নানাী ও সমাজপতিদের কাছ থেকে শুনে পুলিশ পাঠিয়ে ধর্ষক মোঃ নুর আলম ওরপে আলমকে আটক করে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষিতার নানী বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, পিতা কর্তৃক জমজ শিশু কন্যা ধর্ষণের ঘটনাটি অত্যান্ত ঘৃনিত কাজ। ধর্ষিত শিশুদের স্বীকারোক্তি ও বাদীর অভিযোগ মোতাবেক ধর্ষক আলমকে আটক করে ৬ ডিসেম্বর সকালে আসামীকে আদালতে এবং শিশু দুইটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।