মসলার উৎপাদন বাড়াতে বাঘাইছড়িতে কৃষি প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুই দিন ব্যাপী মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি সম্প্রাসারণ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক-কৃষাণীদের মাধ্যমে উন্নত জাত মসলা প্রযুক্তির মাধ্যমে উৎপাদনের লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে মসলার উন্নত জাত ও প্রযুক্তির মাধ্যমে সম্প্রাসারণ এর প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি এর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষ বসবাস করে। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে পাহাড়ে যেসব আনাবাদি জমি রয়েছে, আমাদের এ জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। যাহাতে মসলা চাষ করে লাভবান হওয়া যায়। বক্তারা আরো বলেন, পাহাড়ে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে মসলা চাষের উপর জোর দিতে হবে।