রাঙ্গামাটির বাঘাইছড়িতে টাকা নিয়ে দ্বন্দের জেরে ছুরিকাঘাতে আহত ১
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের পশিম মুসলিম ব্লক এলাকায় দেনা-পাওয়ানার টাকার দ্বন্ধে দুই ভাই মিলে অপর যুবককে ছরিকাঘাত করে গুরুতর আহত করেছে। এ ঘটনা নিয়ে ঐ এলাকায় অন্যান্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুসলিম ব্লক এলাকায় জনৈক নুর আলীর চায়ের দোকানের সামনে টাকা দেনা পাওনা নিয়ে মোশাররফ হোসেন (৩০) ও তার ভাই সুমন (২০) দুজনে মিলে রিয়াদ (২১) নামে যুবকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। পরে হাতাহাতির একপর্যায়ে রিয়াদের পেটে ছুড়ি দিয়ে ও মাথায় গ্লাস দিয়ে আঘাত করে মোশাররফ এতে গুরুতর আহত হয় রিয়াদ। পরে স্থানীয়রা রিয়াদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ঘটনার পর মোশাররফ ও সুমন কে স্থানীয় জনগণ আটকে রাখে। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেবৃন্দরা দুজনকে উদ্ধার করে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার পরিবেশ শান্ত আছে। আহত রিয়াদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।