[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মানিকছড়িতে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুটি ইট ভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ও উপজেলা প্রশাসন। পরিবেশের বিরুদ্ধে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুরে উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত তুলাবিল এলাকার সেলিম এন্ড ব্রাদার্স এবং বড়বিল এলাকার থ্রি স্টার ইট ভাটায় অভিযান চালিয়ে এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।

এসময় তিনি জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং- ১৩৭০৫/২০২২) এর আদেশ মোতাবেক মানিকছড়ি উপজেলার দুটি ইট ভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ইট ভাটার চুল্লির বিভিন্ন অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। সেই সাথে সম্পূর্ণ চুল্লি ভেঙ্গেফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো চুল্লি ভেঙ্গে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।