[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রোয়াংছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যের সুইডেন সরকার অথার্য়নে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগিতায় গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আয়োজনের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং ওয়াগয় পাড়া পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল সারে ১০.০০ টায় আন্তর্জাতিক নারী দিবস আয়োজিত সভায় ইয়ুথ দলের সাধারণ সম্পাদক মিনাদেবী তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় উপজেলা ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও ক্ষমতায়ন কর্মসূচির ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মংবাথুই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিএজি কমিটির সভাপতি মংপু মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নেপাল কান্তি দাশ, ইউনিয়ন সিএজি কমিটির সহ সভাপতি বেবি তঞ্চঙ্গ্যা, উপজেলা সিএজি কমিটির সদস্য শ্রীদেবী তঞ্চঙ্গ্যা।

এসময়ে পাহাড়ের বঞ্চিত নারীদের অধিকার সংরক্ষণের জন্য আলোচনা করা হয়। শেষে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে খেলাধুলা অংশগ্রহণ করেন। এতে ক্রিয়া প্রকল্পের উন্নয়ন কর্মী সুমনা তঞ্চঙ্গ্যা, মংচিংপ্রু খিয়াংসহ শতাধিক নরনারীরা উপস্থিত ছিলেন।