কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে বরকল থানা পুলিশ। শুক্রবার (৭মার্চ) সকালে উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকায় পানিতে ভাসমান অবস্থায় যুবকের (অজ্ঞাত) মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নে বরুণাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে পানিতে উপুড় হয়ে মরদেহটি ভাসতে দেখা গেছে। এ ব্যাপারে বরকল থানা পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পানিতে ভাসতে থাকা অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে।
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, কাপ্তাই হৃদে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি ছিল বাঙালি। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। এমন কি তার শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি অজ্ঞাত যুবক সুবলং ইউনিয়নের বাসিন্দা নন।
বরকল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কায় কিসলু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।