[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্বশুদ্ধির মাস মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার(২মার্চ) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট লে: শেখ সাব্বির আহমেদ, দীঘিনালা জোনের সম্মানিত লেফটেন্যান্ট আব্দুল মান্নান। মেরুং জুরঝুরী পাড়া আশ্রয়ন কেন্দ্রর বাসিন্দা মোছা: কমলা বেগম (৬০) ও বেতছড়ি পশ্চিম পাড়া মোছা: সেফালি বেগম(৬৫) বলেন, রমজান আসলে আমরা ভালোভাবে ইফতার করতে পারি না আর্মি আমাদেরকে রমজানের প্রথম দিনেই ইফতার দিয়েছে। এখন আমার রোজা রেখে ভালো ভাবে ইফতার করতে পারব। আর্মিদেরকে অনেক দোয়া করি।

জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক বলেন, রমজানে গরিব দু:স্থ অসহায় মানুষগুলো যাতে রোজা রেখে একটু ভালো করে ইফতার করতে পারে তার জন্য প্রথম রমজানের দিনে জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে কিছু ইফতার বিতরণ করা হয়েছে।