[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

সরকারের উপর জঙ্গি ভুত আর রগ কাটারা ভর করেছে: হাবিব উন নবী খান

॥ মিলটন বড়ুয়া ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান অন্তবর্তী সরকারের উদ্ধেশ্যে বলেছেন, নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহান এ দেশের জনগন মেনে নেবে না। আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় জঙ্গি ভুত আর রগ কাটারা আপনাদের উপর ভর করেছে। ফ্যাসিস্ট আওয়ামলীগ সরকারের কারনে কোটি কোটি তরুনরা এখনো ভোট দিতে পারে নাই। তাই দ্রুত নির্বাচন না দিলে জনগনকে নিয়ে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। সোমবার বিকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ আব্দুস শুক্কুর স্টৈডিয়ামে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (চট্টগ্রাম বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড, দীপেন দেওয়ান, উপজাতি বিষয়ক সহ সম্পাদক লে.কর্ণেল মনীষ দেওয়ান, বিএনপি’র রাঙ্গামাটি আসনের সাবেক এমপি উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের ও জেলা দলের অংগসংগঠন সহ জেলা উপজেলার বিভিন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মহাসমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথি হাবিব উন নবী খান সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, অনেক ছাত্ররা মনে করছেন ফ্যাসিস্ট সরকার বিতারণে ১৫ দিনে সব তারাই করেছে। অথচ বিএনপি বিগত ১৬ বছর ধরেই তিল তিল করে নির্যাতন নীপিড়ণ সহ্য করে আন্দোলন করে আসছে। কিন্তু কি আর বলবো তারাতো বুঝে কম। তারাতো এসেই সামনে গরম ভাত পেয়েছে, অথচ ভাত তৈরীতেও যে কতো কষ্ট। তিনি বলেন, অন্তবর্তী সরকারের দায়িত্ব দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনসৃংখলা পরিস্থিতির উন্নয়ন, পতিত সরকারের বিচার ও গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগের খেলোয়াড়রা এখন কোথায়? খেলা হবে খেলা হবে বলতো। আমাদেরকে সভা করতে দিতো না, সভা অনুমতির জন্য ঘোরাঘুরি কওে পওে জানতাম হাসিনার পারমিশন নাই। পরে দু’একটার অনুমতি হলেও পুলিশের তল্লাসীতে বাড়ি থাকাও মুসকিল হতো। অথচ এখন খেলোয়াড়রা লেজ গুটিয়ে পালিয়েছে, মাঠে ফিরতে পারবে কিনা জনমনেও প্রশ্ন। তিনি আরো বলেন, তারা ১৬ বছর যা করেছে সবগুলেই বঙ্গবন্ধু কিন্তু কোন মুক্তিযোদ্ধার অবদান নাই। যেন বঙ্গবন্ধুই দেশ একাই স্বাধীন করেছে। সবখানেই বঙ্গবন্ধু আর শেখ হাসিনার বন্দনা। বিগত ১৬ বছরে হাসিনা-রেহানা দেশ ফতুর করে দিয়েছে। রেহানাকে টাকা না দিলে কোন ব্যবসায়ী ব্যবসা করতে পারতো না। শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। অনেকেই বলেন আপা আসবে, আমরাও বলি আপা আসুক। আগে জনগনের টাকা দিক আর পরে হ্যান্ডকাপ পরিয়ে জেলে দিক।

এদিকে জেলা বিএনপির আয়োজিত এ মহাসমাবেশে উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকমীরা বিভিন্ন ব্যান ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হন সকাল থেকেই। দীর্ঘ ১৯ বছর পর রাঙ্গামাটিতে সমাবেশ করেছে বিএনপি এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬সালে স্টেডিয়ামে সমাবেশ করেছিল।