[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার ৫নং ওয়ার্ড ইসলামপুর এলাকার শাহ আলমের ছেলে সবুজ ভূইয়া(৫০), মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ড ডিপি পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন(২৪), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ আচালং এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হাবিব উল্লাহ(২১), বর্ণাল ইউনিয়নের রাইটার পাড়া এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে আবু জাফর(৫৩)।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, রাজনৈতিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।